Skip to main content

Featured

শুধু লেখালেখি করে টাকা আয় করুন!

অনলাইনে টাকা আয়ের অনেক উপায় আছে। তবে অনেকেই ভাবে, "আমার তো বিশেষ কোনো কাজ পারি না, তাহলে কি করবো?" — তাদের জন্য আজকের এই ট্রিক্স। এটা হলো কনটেন্ট রিরাইটিং। মানে হলো, অন্যের লেখা দেখে নিজের ভাষায় সুন্দর করে লিখে দেওয়া। ইংরেজি বা বাংলা যেটা পারেন, সেই ভাষায় এই কাজ করতে পারবেন। কোনো ইনভেস্ট লাগবে না। -- - কনটেন্ট রিরাইটিং কি? অনলাইনে অনেক ব্লগ, আর্টিকেল, নিউজ, বা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা হয়। এই লেখাগুলো হুবহু কপি করলে সমস্যা হয়। তাই অনেকে চায় কেউ যেন সেটাকে নতুনভাবে লিখে দেয়। যেমন: অরিজিনাল লেখা: "Online earning is easy if you know the right way." রিরাইট করা লেখা: "যদি আপনি সঠিক পদ্ধতি জানেন, তাহলে অনলাইনে আয় করা সহজ।" ব্যাস! এভাবেই রিরাইট করতে হয়। -- - কেন এই কাজ করবেন? কোনো ইনভেস্ট লাগবে না মোবাইল দিয়েও করা যায় ভালো লেখার অভ্যাস হবে বাংলাতেও করা যায় চাহিদা প্রচুর --- কোথায় কাজ পাওয়া যায়? ১. Fiverr.com ২. Upwork.com ৩. Freelancer.com ৪. Facebook Freelancing Group (বাংলাদেশেও অনেক গ্রুপ আছে) এছাড়া যারা ব্লগ চালান, তাদের কাছেও কাজ পাওয়া যায়। --- কিভাবে করব...

বাংলাদেশে ইউনিক ও ইনোভেটিভ ব্যবসা আইডিয়া


১. গ্রামভিত্তিক অর্গানিক পণ্য সরবরাহ


কী করবেন?

গ্রামের কৃষকদের কাছ থেকে অর্গানিক (কেমিকেলমুক্ত) শাক-সবজি, চাল-ডাল, মধু, দুধ সংগ্রহ করে শহরের বাসিন্দাদের কাছে সরবরাহ করবেন।

কোথায় করবেন?

ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অর্ডার নিয়ে ডেলিভারি।

কেন চলবে?

শহরের মানুষ এখন স্বাস্থ্য সচেতন, অর্গানিক খেতে চায়।




২. মোবাইল ও কম্পিউটার হাউজ কল সার্ভিস


কী করবেন?

লোকের বাসায় গিয়ে মোবাইল/ল্যাপটপের ছোট সমস্যার সমাধান, সফটওয়্যার আপডেট, উইন্ডোজ সেটআপ, ডেটা রিকভারি করে দেবেন।

কী লাগবে?

একটা টুলস সেট আর ফোন নম্বর।

কেন চলবে?

অনেকে ডিভাইস নিয়ে দোকানে যেতে চায় না বা সময় পায় না।




৩. হ্যান্ডমেড ক্রাফট ও ডেকোর আইটেম অনলাইন শপ


কী করবেন?

গ্রামের কারিগরদের কাছ থেকে হস্তশিল্প, কাঠের শো-পিস, বেতের ডেকোরেশন আইটেম কিনে নিয়ে অনলাইনে বিক্রি।

কেন চলবে?

লোকজন এখন ঘর সাজানোর জন্য লোকাল হস্তশিল্প খুঁজছে।





৪. পোর্টেবল কফি/চা কার্ট


কী করবেন?

একটা ছোট ডিজাইনড কাঠ বা মেটালের ভ্যান বানিয়ে কফি মেশিন বসিয়ে অফিস এলাকা বা পার্কে কফি-চা বিক্রি।

বিশেষত্ব:

নানারকম ফ্লেভারের চা-কফি (লেমন টি, ব্ল্যাক কফি, গ্রিন টি)।




৫. ইউটিলিটি বিল পেমেন্ট/অনলাইন সেবা সেন্টার


কী করবেন?

বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টিকিট বুকিং, জন্মনিবন্ধন, NID সংশোধন ইত্যাদির অনলাইন আবেদন।

কেন চলবে?

গ্রাম-উপজেলায় অনেকেই জানে না কিভাবে এসব করতে হয়।




৬. ইউজড বই ও পুরনো জিনিসের অনলাইন মার্কেট


কী করবেন?

ইউজড বই, ক্যামেরা, মোবাইল, পুরনো ফার্নিচার কেনাবেচা করার অনলাইন গ্রুপ বা সাইট।

কেন চলবে?

অনেকেই নতুনের বদলে পুরনো ভালো মানের জিনিস নিতে চায় কম দামে।




৭. স্মার্টগ্রাম ইকো-ট্যুরিজম সার্ভিস


কী করবেন?

গ্রামের নিরিবিলি পরিবেশে হোমস্টে সার্ভিস, বনের ধারে বা নদীপাড়ে থাকা-খাওয়ার আয়োজন।

কেন চলবে?

শহরের মানুষ উইকেন্ডে প্রকৃতির কাছে যেতে চায়।




৮. হোম ফুড ডেলিভারি ফর ব্যাচেলর ও অফিস


কী করবেন?

হোমমেড খাবার রান্না করে অফিসপাড়া, ব্যাচেলর বাসায় সরবরাহ।

কেন চলবে?

অনেক ব্যাচেলর ও কর্মজীবী রেস্টুরেন্টের তেলে রান্না খেতে চায় না।




৯. কাস্টম গিফট বক্স সার্ভিস


কী করবেন?

বিবাহ, জন্মদিন, অ্যানিভার্সারিতে পছন্দমতো গিফট বক্স সাজিয়ে দেওয়া।

কেন চলবে?

ব্যক্তিগতকৃত (customized) গিফট এখন খুব ট্রেন্ডি।




১০. মোবাইল রিফ্ল্যাশিং ও ডেটা রিকভারি সার্ভিস


কী করবেন?

মোবাইলের ভুল সফটওয়্যার সমস্যা, লক খুলে দেওয়া, ডেটা ফিরিয়ে আনা, নতুন সিস্টেম ইন্সটল করা।

কেন চলবে?

অনেক এলাকায় ভালো এই সার্ভিস কম।




বোনাস ৩টি নতুন আইডিয়া


১১. পুরনো বাইক/সাইকেল রিস্টোরেশন ও রিসেল

পৌঁছে যাওয়া পুরনো বাইক/সাইকেল নতুন করে রঙ, পার্টস চেঞ্জ করে বিক্রি।


১২. ফুলের চারা ও টব বিক্রি অনলাইন/লোকাল মার্কেটে

লোকাল নার্সারি থেকে ফুলের গাছ, শোপিস ট

ব কিনে হোম ডেলিভারি।


১৩. লো বাজেট ফটোশুট ও ইভেন্ট কভারেজ সার্ভিস

লোকাল এলাকায় ৫০০-১০০০ টাকায় ছোট ইভেন্ট কভারেজ।

আরো দেখুন 


পড়া শেষে Done এ ক্লিক করুন



Comments